Sonali eSheba : ঘরে বসে সোনালী ব্যাংকের একাউন্ট খুলবেন যেভাবে
সোনালী ব্যাংক লিমিটেড এর একাউন্ট খুলতে এখন থেকে ব্যাংকে যাওয়া লাগবে না। ঘরে বসেই একাউন্ট খুলে নিতে পারে যে কেউ। গ্রহকদের এই সুবিধা দেওয়ার জন্য সোনালী ব্যাংক চালু করেছে Sonali eSheba মোবাইল অ্যাপ। হুদহুদ কম্পিউটার গ্রহকদের জন্য সোনালী ই সেবা নিয়ে আজকের পোস্টটি সাজানো হয়েছে।
সোনালী ই সেবা (Sonali eSheba) কী?
সোনালী ই-সেবা হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড এর একটি মোবাইল অ্যাপলিকেশন, যার মাধ্যমে বাংদেশের নাগরিকরা অনলাইন ব্যাংক একাউন্ট খুলতে সক্ষম হবেন । ব্যাংক প্রদত্ত সকল পরিষেবা উপভোগ করা যাবে এই সোনালী ই-সেবা মোবাইল অ্যাপ থেকে।
প্রাথমিকভাবে মক্তিযোদ্ধা, বিধবা, নিঃস্ব মহিলা, বয়স্ক ভাতাভোগীগণ, কৃষক, মৎসজীবী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অধীকভাবে অস্বচ্ছল প্রতিবন্ধী, দরিদ্র মা’ র জন্য মাতৃত্বকাল ভাতা, বেদে ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়, হিজড়া, গার্মেন্ট শ্রমিক, রিকক্সা চালক, ট্যাক্সি ড্রাইভার, অবসর প্রাপ্ত ব্যাক্তি, চাকুরিজীবি এই অ্যাপ এর মাধ্যমে তাদের ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
সোনালী ব্যাংক লিমিটেড (Sonali Bank Limited) নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন তথ্য
ঘরে বসে সোনালী ব্যাংকের একাউন্ট খুলবেন কিভাবে?
ঘরে বসে সোনালী ব্যাংকের একাউন্ট খুলতে আপনাকে Sonali eSheba মোবাইল অ্যাপটি ব্যবহার করতে হবে। হাতের মুঠোয় একাউন্ট খুলতে নিচের ধাপগুলো ফলো করুন।
- আপনার মোবাইল ফোনের প্লে-স্টোর থেকে “সোনালী ই-সোবা” মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।
- সোনালী ই সেবা অ্যাপটি খুলে “ব্যাংক একাউন্ট খুলুন” আইকনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার দিন।
- চাহিদা মোতাবেক সকল তথ্য ও ছবি প্রদান করুন।
- সঠিকভাবে তথ্য দিয়ে ধাপগুলো সম্পন্ন করুন।
- পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন করার পর আপনার একাউন্ট সফলভাবে খোলা হয়ে যাবে।
- সবকিছু ঠিক থাকলে এবং সফলভাবে একাউন্ট খোলার পর আপনার মোবাইলে একাউন্ট নাম্বারসহ একটি এসএমএস আসবে।
সোনালী ব্যাংকের ওয়েবসাইট : www.sonalibank.com.bd
আরো জানুন…..
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ঘরে বসে বিকাশ একাউন্ট করে ফেলুন
নগদ মোবাইল ব্যাংকিং এর গোপন তথ্য – সব হবে নগদে (Nagad Mobile Banking)
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং/ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট মোবাইল ব্যাংকিং কোড