মোবাইলে বিরক্তকর মেসেজ বন্ধ করবেন কিভাবে? প্রোমোশনাল মেসেজ বন্ধ করার নিয়ম
অফার মেসেজ কিভাবে বন্ধ করবেন? প্রোমোশনাল মেসেজ বন্ধ করার নিয়ম জেনে বিরক্তকর মেসেজ চিরতরে বন্ধ করে দিন।
মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন অফার মেসেজ পাঠিয়ে ইনবক্স ভরে ফেলে। এ মেসেজগুলোকে প্রোমোশনাল মেসেজ বলে। এই বিরক্তকর মেসেজগুলোর অধিকাংশই কোন কাজের নয়। আপনি চাইলেই এগুলো বন্ধ করে দিতে পারেন। সিম কোম্পানীগুলো সেই ব্যবস্থা করে রেখেছে।
বাংদেশ সিম অপারেটর কোম্পানীগু কর্তৃক প্রেরণকৃত প্রোমোশনা মেসেজগুলো কিভাবে বন্ধ করবেন তার বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আজকে পোস্টটি সাজানো হয়েছে।
গ্রামীনফোন সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের নিয়ম:
গ্রামীনফোন সিম ব্যবহারকারীরা *121*1101# এই কোডটি ডায়াল করে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন। যদি পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে চান কিংবা অপার মেসেজ জানার প্রয়োজন হয় তাহলে ডায়াল করুন *121*1102# এই কোডটি।
এই কোডটি ডায়াল করার পরও যদি বিরক্তকর মেসেজ আসতেই থাকে তাহলে কাস্টমার কেয়ারে ফোন দিন । তারা অপার মেসেজগুলোর অপশন বন্ধ করে দিবে।
বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধের নিয়ম:
বাংলালিংক সিম ব্যবহারকারীরা একটি মেসেজ পাঠিয়ে অফার মেসেজগুলোর অপশন বন্ধ করতে পারবেন। বাংলালিংক সিমে অফার মেসেজ বন্ধ করতে –
- মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
- এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে
এই মেসেজটি পাঠাতে আপনার সিম থেকে কোন চার্জ কাটবে না।
রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধ করার নিয়ম:
রবি সিমে বিরক্তকর প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
- প্রথমে *7# কোডটি ডায়াল করুন,
- এরপর 2 লিখে রিপ্লাই দিন। বাস আপনার সিমে রবি থেকে বিরক্তকর মেসেজ আসা বন্ধ হয়ে যাবে।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই দিলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু হয়ে যাবে।
এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের নিয়ম:
আপনারা অনেকেই জানেন যে, এয়ারটেল এবং রবি কোম্পানি এখন একই মালিকানা ভুক্ত এবং একসাথে কাজ করে চলছে। সুতরাং, এয়ারটেল সিমে আসা প্রোমোশনাল মেসেজ উপরে উল্লিখিত রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়ে বন্ধ করা যাবে। অর্থাৎ-
প্রথমে *7# কোডটি ডায়াল করুন,
তারপার 2 লিখে রিপ্লাই দিন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, এয়ারটেল সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু হয়ে যাবে।
টেলিটক সিমের অফার SMS বন্ধ করার নিয়ম:
টেলিটক সিমে খুব বেশি অফার মেসেজ পাঠায় না। টেলিটকের প্রমোশনাল মেসেজগুলো সাধারণত অনেক কাজের হয়ে থাকে, কারণ টেলিটকে অনেক কম খরচে ভয়েস কল ও ডাটা কেনা যায়। যদিও, তাদের নেটওয়ার্ক নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে। সবকিছুর পরেও, আপনি যদি টেলিটক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতেই হয়, এই পোস্টটি পাবলিশ হওয়ার দিন পর্যন্ত তাদের অফার SMS বন্ধ করার কোনো নিয়ম চালু হয় নাই।
যে কোন মোবাইলে অফার মেসেজ বন্ধ করার নিয়ম কী?
আপনি সিমে প্রমোশনাল মেসেজ আসা বন্ধ না করেও মেসেজের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। আপনার স্মার্টফোনের মেসেজ অ্যাপের মধ্যে দেয়া ফিচার ব্যবহার করে যেকোনো সিমের অফার মেসেজ নোটিফিকেশন বন্ধ করা যায়। শাওমি ফোনের মেসেজ অ্যাপের মধ্যে কিওয়ার্ড ধরে এবং নাম্বার ধরে মেসেজ স্প্যাম মার্ক করা যায়, যার ফলে মেসেজগুলো আর ইনবক্সে জমা হয় না। অন্যান্য ফোনেও এরকম ফিচার রয়েছে। এছাড়াও থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে বিরক্তকর নোটিফিকেশন বন্ধ করতে পারেন।
শেষ কাথা:
মোবাইলে অফার মেসেজগুলো অনেক সময় বিরক্তিকর এবং ঝামেলার কারণ হয়ে দাড়ায়। আশাকরি এর উৎপাত হতে পরিত্রান পেতে এই পোস্টটি কাজে লাগবে। পোস্ট কাজে দিলে শেয়ার করে ওয়ালে রেখে দিন যাতে অন্য কারো উপকারে আসে । আপনি অফার বন্ধ করছেন কিনা বা কেন বন্ধ/চালু করছেন কমেন্ট করে জানান।
আরো জানুন…
বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন সুবিধা
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং/ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট মোবাইল ব্যাংকিং কোড